মানসিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন করুন এই ৩টি কাজ

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে প্রতিদিন করুন এই ৩টি কাজ


১) পর্যাপ্ত ঘুমান
ক্লান্তি ও ঘুমের অভাব ডিপ্রেশনের লক্ষণ। তাই পর্যাপ্ত ঘুমানোটা নিঃসন্দেহে জরুরী। কোনো কারণে আপনি স্ট্রেসে থাকলে ঘুম কম হয়, এতে বরং ডিপ্রেশন ও অ্যাংজাইটি আরও বাড়ে।  পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নিতে পারেন। ঘুমের জন্য উপকারী খাবার খেতে পারেন ও কখন ঘুমাতে যাবেন তার অ্যালার্ম দিয়ে রাখতে পারেন।
২) শরীরচর্চা করুন
অলসতা থেকে বিষণ্ণতা ও দুশ্চিন্তা দুইই বাড়ে। এর সমাধানে প্রতিদিনই অল্প হলেও শরীরচর্চায় সময় দিতে চেষ্টা করুন।  খুব ব্যস্ততার মাঝে ব্যায়াম করতে না পারলে সেদিন অন্য কোনো ভাবে নিজেকে সক্রিয় রাখুন। বাস স্ট্যান্ড থেকে রিকশা না নিয়ে হেঁটে আসা বা লিফট ব্যবহার না করে সিঁড়ি ভাঙাটাও কাজে আসে।
৩) গান শুনুন
কোনো কারণে খুবই বিপর্যস্ত বোধ করলে কানে হেডফোন দিয়ে গান শুনুন। এতে নিমিষেই আপনার শরীর ও মন হালকা হবে, মনোযোগ ফিরে আসবে। গান শুনলে মস্তিষ্কে ‘হ্যাপি হরমোন’ নিঃসৃত হয়। ফলে আপনি কম সময়েই ভালো বোধ করতে পারেন।

No comments

Thank You For Comment.

Powered by Blogger.