What is DDR? । DDR vs. DDR2 vs. DDR3 - Types Of RAM Explained Bangla - B...
DDR শব্দটির কথা শুনলেই র্যামের কথা মনে পড়ে যায় । কম্পিউটারের র্যাম পরিবর্তন করতে গেলে প্রথমেই জিজ্ঞেস করে ডিডিয়ার কত দিব ভাই ? আমাদের সাবলিল উত্তর থাকে ২,৩,৪ ইত্যাদি ।
কিন্তু আসলে নিজেরাও জানি না কি এই ডিডিআর ?
DDR এর পূর্ণ অর্থ হচ্ছে Double Data Rate , RAM এর Frequency এবং Voltage বিচারে Data Rate এর Update Face বা উন্নত রূপকে DDR, DDR2, DDR3- এভাবে নামকরণ করা হয়।৯০ দশকের শুরুতে কম্পিউটার যখন খুব শক্তিশালি হতে শুরু করে তখন বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হতে শুরু করে। এর সমাধানের লক্ষ্যে এসডির্যাম বা সিনক্রোনাস ডাইনামিক র্যানডম এক্সেস মেমোরির উন্নয়ন কার্যক্রম শুরু হয়। সে সময়ের র্যাম প্রযুক্তিটি নির্ভর করত ডির্যামের উপর। এই ডির্যাম ব্যবহার করত অ্যাসিনক্রোনাস ইন্টারফেস। অর্থাৎ, মেমরিগুলো প্রসেসর থেকে আলাদা বা মুক্তভাবে ভাবে কাজ করত। এর ফলে প্রসেসরের সকল নির্দেশ মেনে চলতে গিয়ে হিমশিম খেয়ে যেত। এসডির্যাম এই পদ্ধতিটিকে সরল করে ফেলে। সিস্টেম বাস যে সকল নির্দেশ দিত সে সেগুলোকে একটা কিউতে রেখে দিত এবং একটা শেষ হলে আরেকটা শুরু করতো। এভাবে কম্পিউটার পূর্বের চেয়ে অনেক দ্রুতগতিতে কার্য সম্পাদন করতে শুরু করে। ৯০ দশকের শেষে এই ধরণের মেমরিকে স্ট্যান্ডার্ড হিসেবে সকল কম্পিউটারে ব্যবহার শুরু হয়। কম্পিউটারের দ্রুত বিস্তারের সাথে সাথে সমস্যা শুরু হয় এর গতি নিয়ে। ডিডিআর এর পূর্ণরূপ ডাবল ডেটা রেট। ২০০০ সালে এই পদ্ধতি আবিষ্কৃত হয়। এতে ১৮৪ পিনের ডিআইএমএম ব্যবহার করা হয়। এর মাধ্যমে ডাটা ট্রান্সফার রেট এসডির্যামের দ্বিগুণ হয়। আরও যে সুবিধাটি যোগ হয় তা হল, মেমোরি নিম্ন ক্লক রেটে কাজ করে এবং অল্প শক্তি ব্যয় করে কিন্তু গতি বাড়িয়ে দেয়। ২০০৩ এ যুক্ত হয় ডিডিআর ২। ডিডিআর ২ তে তথ্য আদানপ্রদান হার আরও দ্রুতগতির এবং ডিডিআর ৩ এ এই হার আরও বেড়ে যায়। দইু ক্ষেত্রেই ব্যবহার হয় ২৪০ পিনের ডিআইএমএম। ডিডিআর ৩'র ট্রান্সফার রেট ২১৩৩ এমটিপিএস, যা ডিডিআর ২ এর দ্বিগুণ। অনেক কম শক্তিতে এটি কাজ করতে পারে, এমনকি ১.৫ ভোল্টে এটি চলতে পারে। এর গতি ৪০০-১০৬৬ মেগাহার্জ পর্যন্ত হয়।
বর্তমানে বাজারে চলছে ডিডিআর ৪ , ২০২০ সাল নাগাত ডিডিআর ৫ বেড় হবে বলে ঘোষনা দিয়েছে কিছু প্রতিষ্ঠান , সেটির ক্ষমতা এর থেকে যে বেশী হবেই তা আর বলার অবকাশ রাখে না
No comments
Thank You For Comment.